সাথী দাস, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর: বঞ্চনার অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরতে বিক্ষোভ দেখালেন সংগঠিত চুক্তি ভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষা কর্মীরা। আজ পুরুলিয়া জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হন ওই সংগঠন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা।
সম কাজে সম বেতন, প্রতিশ্রুতি মত চুক্তি ভিত্তিক শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণ, ৬৫ বছর পর্যন্ত কর্মসংস্থানের স্বীকৃতি, প্রভিডেন্ট ফান্ড সহ মোট ১০ দফা দাবির কথা তুলে ধরে আজ ওই কর্মসূচি গ্রহণ করে ওই মঞ্চ। তার আগে পুরুলিয়ার জুবিলি ময়দান থেকে মিছিল করেন তারা। শহর পরিক্রমা করে জেলা শাসকের দফতরের কাছে পৌঁছায় মিছিল। সেখানে অস্থায়ী শিক্ষকরা জোর করে জেলা শাসকের দফতরে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাঁদের। বিক্ষোভরত অস্থায়ী শিক্ষকরা জেলা শাসকের দফতরের বন্ধ মূল গেটের উপর চেপে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাঁদের বঞ্চনা নিয়ে কিছুই করেনি রাজ্য সরকার। এমনকি মুখ্যমন্ত্রী গত দশ বছরে একবারও শিক্ষকদের সঙ্গে বসে তাঁদের সমস্যা শোনেননি। আগামী দিনে তাঁদের সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরাও করতে বাধ্য হবেন বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।