এসএইচজি মেগা ক্রেডিট ক্যাম্প, পশ্চিম মেদিনীপুরে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়া হলো ব্যাঙ্ক লোন অনুমোদনের ড্যামি চেক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর উদ্যোগে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। আজ পশ্চিম মেদিনীপুর জেলার প্রদ্যুৎ স্মৃতি সদনে ডিআরডিসির তরফ থেকে আয়োজিত হলো এসএইচজি মেগা ক্রেডিট ক্যাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, জেলা শাসক খুরশিদ আলী কাদরি, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, ব্যাঙ্কের প্রতিনিধিরা এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে ব্যাঙ্ক লোনের অনুমোদনের ড্যামি চেক তুলে দেওয়া হয়। মোট ৪৩০টি স্বনির্ভর গোষ্ঠী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলায় স্বনির্ভর গোষ্ঠীগুলি মোট ২৮৫ কোটি টাকার লোন পেয়েছে। অষ্টম পর্যায়ের দুয়ারে সরকারের পর লোনের পরিমাণ ৮০০ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে ১১টি দল কুড়ি লক্ষ টাকা লোন নিতে সমর্থ হয়েছে। ৮টি দল ১৮ লক্ষ টাকা লোন পেয়েছে। আরো আটটি দল ১৫ লক্ষ টাকা লোন পেয়েছে। তিনটি দল পেয়েছে ১২ লক্ষ টাকার লোন। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলার মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী দিনে তারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আরো এগিয়ে যাবেন বলে আশা জেলা প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *