Sandeshkali, Mamata, Shuvendu মমতা পুলিশের হেফাজতেই রয়েছে শেখ শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি:
শেখ শাহজাহান পুলিশ হেফাজতেই রয়েছেন, আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতারের আগে তার সঙ্গে দর কষাকষি করছে পুলিশ। এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেছেন, সন্দেশখালির বখাটে শেখ শাহজাহান মঙ্গলবার রাত বারোটা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছে। তাকে বেড়মজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে গিয়েছে পুলিশ। তবে তার আগে প্রভাবশালীদের মাধ্যমে মমতা পুলিশের সঙ্গে চুক্তি করেছে সে। পর্যাপ্ত যত্নআত্তি করতে হবে তাকে। জেলে থাকাকালীন, পাঁচতারা বিলাসের ব্যবস্থা করতে হবে। মোবাইল ফোন ব্যবহার করতে দিতে হবে, যার মাধ্যমে সেল থেকে তোলামূলকে (তৃণমূলকে) নেতৃত্ব দেবে সে। এমনকি উডবার্ন ওয়ার্ডে তার জন্য একটা শয্যা সবসময় খালি রাখতে হবে, যাতে ইচ্ছে করলে সেখানে এসে সময় কাটাতে পারে সে।”

প্রসঙ্গত উল্লেখ্য, শেখ শাহজাহানের গ্রেপ্তারের উপর কোনও স্থগিতাদেশ নেই বলে স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পরেই তৃণমূল আশ্রিত এই গুন্ডার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করে পুলিশ। আদালত এক নির্দেশে স্পষ্ট উল্লেখ করেছে, ৫ তারিখ ইডির উপর হামলা ও তারপর শাহজাহানের অন্তর্ধানে স্পষ্ট হয়ে গেছে যে আইনের উপর তার কোনও ভরসা নেই। তাই অবিলম্বে তার গ্রেফতারি প্রয়োজন।

আদালতের নির্দেশের পরে প্রবল চাপে রয়েছে রাজ্য পুলিশ। অন্যদিকে বুধবার আবার শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। জমি দখল করে শাজাহান বাহিনীর তৈরি করা বাজারের একটা একটা করে ইট খুলে ফেলেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *