চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন শেখ রজব

আমাদের ভারত, হাওড়া, ৩১ আগস্ট: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছে উলুবেড়িয়া উত্তর বিধানসভার চন্দ্রপুর। কখনও পঞ্চায়েত প্রধানের গোষ্ঠীর দাপটে গ্রামছাড়া হয়েছে বিরোধী গোষ্ঠীর লোকজন, আবার কখনোও বিরোধী গোষ্ঠীর দাপটে গ্রামছাড়া হয়েছে প্রধানের গোষ্ঠীর লোকজন। আর সেই চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ ফারুক ওরফে মিঠুনকে সরিয়ে নতুন প্রধান নির্বাচিত হলেন পঞ্চায়েতের উপ-প্রধান শেখ রজব। মঙ্গলবার পঞ্চায়েত অফিসে এই প্রধান নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রাক্তন প্রধান সহ তার ৫ অনুগামী অনুপস্থিত ছিলেন।

গত পঞ্চায়েত নির্বাচনে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১১ টি আসনেই তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। প্রধান নির্বাচিত হন শেখ ফারুক এবং উপ-প্রধান নির্বাচিত হন শেখ রজব। এদিকে পঞ্চায়েতের বোর্ড গঠনের পরেই প্রধানের গোষ্ঠী এবং বিরোধী গোষ্ঠীর লোকজনদের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, প্রধান গোষ্ঠীর লোকজনদের দাপটে গ্রামছাড়া হয়ে যায় বিরোধী গোষ্ঠীর লোকজন। যদিও বিধানসভা নির্বাচনের পর পাল্টা বিরোধী গোষ্ঠীর দাপটে গ্রাম ছাড়া হয়ে যায় প্রধান সহ তার গোষ্ঠীর লোকজন। আর এরপরেই ফারুককে প্রধানের পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়। সেইমতো আগস্ট মাসের মাঝামাঝি প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। মঙ্গলবার সেই অনাস্থায় পরাজিত হয় শেখ ফারুক। রজব গোষ্ঠীর লোকজনের অভিযোগ, ফারুক প্রধান নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নের দিকে নজর না দিয়ে অশান্তিকে প্রাধান্য দিতে। এমনকি বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে ফারুক কাজ করেছিল বলেও অভিযোগ তোলেন রজব গোষ্ঠীর লোকজন। আর সেই কারণেই তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে।

যদিও শেখ ফারুকের দাবি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি তৃণমূলে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *