আমাদের ভারত, ১৩ আগস্ট: “লোকমাতা অহল্যাবাই হোলকারজি কাশী বিশ্বনাথ মন্দির, সোমনাথ মহাদেব মন্দির সহ দেশজুড়ে অনেক মন্দির পুনর্নির্মাণ করেছিলেন। এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতির শিকড় যে বিশাল, সেই বার্তা দিয়েছিলেন তিনি।”
বুধবার এক্সবার্তায় এ কথা জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, “নারীশক্তির দক্ষ নেতৃত্বের প্রতীক মহারাণী অহল্যাবাঈজী জনকল্যাণ ও নিরাপত্তার ক্ষেত্রেও রেকর্ড স্থাপন করেছিলেন। লোকমাতা অহল্যাবাঈ হোলকারজীর মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি সারা জীবন ন্যায়বিচার এবং জনসেবার প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন।”