Suvendu, Mamata, “সিনেমার আর্টিস্টদের সাথে পায়ে পায়ে তাল মেলাচ্ছেন,” মমতাকে কটাক্ষ শুভেন্দুর

আমাদের ভারত, ৬ অক্টোবর: “এই গুরুতর সংকটের মুখে সরকার ও প্রশাসন অনুপস্থিত, তারা কার্নিভালের সফল আয়োজনে ব্যস্ত আর মুখ্যমন্ত্রী আনন্দে ভেসে গিয়ে মঞ্চে সিনেমার আর্টিস্টদের সাথে পায়ে পায়ে তাল মেলাচ্ছেন!” সোমবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্সবার্তায় এই মন্তব্য করেন।

তিনি লিখেছেন, “উত্তরবঙ্গ যখন অবিরাম বৃষ্টিতে লন্ডভন্ড, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং-এর পাহাড়ি অঞ্চল সমতল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্যাদুর্গত এলাকায় যখন মানুষ খাদ্য, পানীয় জল ও আশ্রয়ের অভাবে কষ্টের মধ্যে রয়েছেন তখন পশ্চিমবঙ্গ সরকার চরম উদাসীনতার পরিচয় দিয়েছে।

অন্যদিকে, বিজেপি’র বিধায়ক, সাংসদ এবং অন্যান্য নেতারা অক্লান্তভাবে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে নিরন্তর কাজ করে চলেছেন। খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে নিরাপদ আশ্রয়স্থল তৈরি করা, ত্রাণ সামগ্রী বিতরণ করা, আমাদের দলের সাধারণ কার্যকর্তারা রাতদিন পরিশ্রম করে মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *