কল্যাণের ব্যঙ্গে আনন্দে হাসছিলেন শতাব্দী, তোপ ডঃ অনির্বাণ গাঙ্গুলির

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২০ ডিসেম্বর:
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্ক তৈরি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই ব্যঙ্গসভায় আমোদিত অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়কে নিয়ে বুধবার মন্তব্য করলেন বিজেপি-র জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডঃ অনির্বাণ গাঙ্গুলি।

অনির্বাণবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “মঙ্গলবার সংসদ ভবনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বানরের মত করছিলেন তখন নীল রঙের শাড়ি পরা মহিলাটি আনন্দে হাসছিলেন। আজ সকালে সংসদ চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শাড়ি পরা সেই মহিলা হলেন বীরভূমের টিএমসি সাংসদ শতাব্দী রায়। তিনি একজন ব্যর্থ সাংসদ। খুব কমই তিনি নিজের নির্বাচনী এলাকা পরিদর্শন করেন। কোনও প্রতিশ্রুতি পূরণ না করায় প্রায়ই ক্ষুব্ধ প্রতিবাদকারীদের মুখোমুখি হন।

তিনি প্রান্তিক সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িতে খাবার স্পর্শ করতেও অস্বীকার করেছিলেন। প্রান্তিক জনগোষ্ঠীকে অপমান করা টিএমসির ডিএনএ-তে নিহিত রয়েছে। শতাব্দী রায় দুপুরের খাবারের জন্য স্থানীয় একটি বাড়িতে গিয়েছিলেন। চিরাচরিত বাঙালি খাবার পরিবেশন করার পরে, তিনি ছবি তোলার ভঙ্গি করলেও খেতে অস্বীকার করেন। জায়গা ছেড়ে চলে যান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *