স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন করার জন্য শপথবাক্য পাঠ করালেন শশী পাঁজা

নীল বনিক, আমাদের ভারত, ২৩ আগস্ট: করোনার আবহে স্বাস্থ্যবিধি মেনেই হবে দুর্গা পূজা। রবিবার কলকাতার বিকে পাল অ্যাভিনিউতে এইকথা জানান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, প্রশাসন দুর্গা পুজো নিয়ে কিছু নির্দেশিকা জারি করবে। সেই নির্দেশিকা শ্যামপুকুর বিধানসভার অন্তগর্ত সমস্ত ক্লাবকে মানতে হবে। মুখ্যমন্ত্রী নিজেই দুর্গা পুজোর সময় উদ্যোক্তাদের নিয়ে কিছু বলবেন। রাজ্যের সঙ্গে সহযোগিতা করেই দুর্গা পুজোর আয়োজন করতে হবে।

শশী পাঁজা বলেন, আমার বিধানসভার মধ্যে ১২টি ক্লাব রয়েছে। সেইসমস্ত ক্লাবকে এদিন শপথ পাঠ করিয়েছি তারা স্বাস্থ্যবিধি মেনেই পূজো করবেন। এছাড়া শুধু পুজো করলে হবে না। পূজোর সঙ্গে মানবতার পুজো করতে হবে স্থানীয় ক্লাবগুলিকে। আমফানের সময় বেশকিছু ক্লাব দুর্গতদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের এদিন বিশেষ ভাবে সম্মান জানানো হয়। পাশাপাশি পুজোর সময় যাতে আমরা এভাবে মানুষের পাশে থাকতে পারি তারজন্যও এদিন আমরা শপথগ্রহন করি বলে জানিয়েছেন শশী পাঁজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *