আমাদের ভারত, উত্তর ২৪ পরগণ , ৩১ আগস্ট: মহরমের উৎসবে শামিল জগদ্দলের ৫ নম্বর গলিতে কিশোর আব্দুল ওয়াকার খুনের ঘটনায় ধৃত শার্প শ্যুটার মহম্মদ তৌফিক। জগদ্দলের এক গোপন আস্তানা থেকে তদন্তকারী পুলিশ অফিসাররা তাকে গ্রেফতার করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহম্মদ তৌফিক ওই দুষ্কৃতীদের দলের শীর্ষ পান্ডা।
শনিবার রাতে জগদ্দলের ৫ নম্বর গলিতে মহরমের উৎসবে শামিল হয়ে বাজনা বাজানোর সময় বন্দুক ধারী দুষ্কৃতীদের হামলায় খুন হয় স্থানীয় কিশোর আব্দুল ওয়াকার। ১৬ বছরের ওই ছাত্রকে মাথায় গুলি করে খুন করে এই তৌফিকের শাগরেদরা। এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত দুষ্কৃতীদের দলের মূল পান্ডা হিসেবে নাম উঠে আসে মহম্মদ সাদ্দাম ও পঙ্কজের। তারা ঘটনার পর থেকেই পলাতক বলে জানা গেছে। ধৃত তৌফিককে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে। ধৃতকে জেরা করে পুলিশ জগদ্দল এলাকার ছাত্র আব্দুল ওয়াকার খুনের ঘটনায় জড়িত প্রত্যেক পলাতক অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে চাইছে।

