Sharatshashi, Shibpur, ‘শরৎশশী’র ৪৩ বছরের যাত্রাপথে বিশেষ বর্ষ উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে

আমাদের ভারত, হাওড়া, ৩০ ডিসেম্বর: কিশোরদের প্রিয় পত্রিকা ‘শরৎশশী’ এবার পা দিল ৪৩ বছরের যাত্রাপথে। ১৯৮৪ সালে পথচলা শুরু করে এবছর পত্রিকাটি উদযাপন করছে তাদের “বিশেষ বর্ষ”। এই উপলক্ষে রবিবার হাওড়ার শিবপুর পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো এই উপলক্ষে পুরস্কার বিতরণী এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার ‘গৌড়দর্পণ’ পত্রিকার সম্পাদক মহঃ নাজির হোসেন। একই মঞ্চে ‘শরৎশশী’ পত্রিকার সম্পাদক অরূপ দাস নিজেই উদ্বোধনী সঙ্গীত পরুবেশন করেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ পথচলায় পাঠকদের ভালবাসা ও নবীন লেখকদের অংশগ্রহণই ‘শরৎশশী’-কে শক্ত ভিত্তি দিয়েছে। তাই এই বিশেষ বর্ষের অনুষ্ঠান শুধুমাত্র উদযাপন নয়, আগামী দিনের স্বপ্নকেও আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে কিশোর ও তরুণ লেখক-শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ম্যাজিসিয়ান বি কুমার ম্যাজিক প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *