আমাদের ভারত, নদীয়া, ১২ অক্টোবর: নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, গত বেশ কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় দুই কিশোরী। এর পর ওই দুই কিশোরীর পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শুরু করে মোবাইল নম্বর ধরে বর্ধমান থেকে তাদের উদ্ধার করে শান্তিপুর পুলিশ। সোমবার তাদের রানাঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ।