দু’লক্ষ কুড়ি হাজার দেশলাইয়ের কাঠি ব্যবহার করে জওয়ানদের শ্রদ্ধা, বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন শান্তিপুরের শিল্পী

স্নেহাশীষ মুখার্জি ,আমাদের ভারত ,নদীয়া ,৩০ জুলাই
দু’বছর আগে তিনি স্ট্যাপলারের পিন দিয়ে চেন তৈরি করে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিলেন। তারপর আপেলের বীজ দিয়ে চেন তৈরি করে রেকর্ড গড়ে দ্বিতীয়বার নাম তোলেন। এবার তার ভাবনা একটু অন্যরকম। চীন ভারত বা ভারত পাকিস্তান যুদ্ধের আবহে তিনি এবার তার কাজের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন ভারতবর্ষের সামরিক বাহিনীকে।

তিনি অনুপম সরকার। পেশায় কৌতুক শিল্পী অনুপম নদীয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা। পরপর দুবার গিনেস বুকে নাম তুলবার পরেও আবার তৃতীয়বারের জন্য শান্তিপুরের হয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রতিনিধিত্ব করতে চলেছেন। এর আগে এক লক্ষ ৩৭ হাজার দেশলাইয়ের কাঠি দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন ইরান। আর সেই বিশ্ব রেকর্ড ভাঙার অনুপ্রেরণা নিয়ে অনুপম দু লক্ষ কুড়ি হাজার দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরি করেছেন দিল্লিতে অমর জওয়ান জ্যোতির প্রতিকৃত ছবি। অনুপমবাবু জানান, দেশ রক্ষায় যেসব জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তিনি তাঁর এই শিল্পকর্মকে উৎসর্গ করেছেন। আগামী ১৫ ই আগস্ট তিনি প্রকাশ্যে তার এই শিল্পকর্মকে তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *