সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ অক্টোবর: হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে আজ রাস্তায় নেমেছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা। আর সেই ঘটনার কটাক্ষ করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
তিনি বলেন, “এই চোরের সঙ্গে থেকে যারা গরিব মানুষের চাল চুরির টাকার ভাগ পেয়েছে তারাই এই মিছিলে গলা তুলে শ্লোগান দিয়েছে। তিনি বলেন , আজ যারা জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে রাস্তায় নেমেছে তার বেশিরভাগ মানুষকে জোর করে মিছিলে আনা হয়েছে। কারণ গোটা জেলার মানুষ জানেন গরিব মানুষের খাবার দুর্নীতি করে নিজের আখের গুছিয়ে নিয়েছে জ্যোতিপ্রিয়।
মিছিলে যোগদানকারীদের অধিকাংশকে দেখা গেল মুখ লুকোচ্ছেন। কেউ কেউ জানালেন, তারা বাধ্য হয়ে মিছিলে যোগ দিয়েছেন। কেউ আবার অর্ধেক মিছিল সেরে পিঠটান দিলেন। তারই মধ্যে অনেকে আবার গলা তুললেন তৃণমূলের হয়ে ইডি এবং সিবিআই’য়ের মতো কেন্দ্রীয় সংস্থগুলির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে ও দুর্নীতির সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো সম্পর্ক নেই, এই দাবিতে আজ উত্তর ২৪ পরগনার হাবড়ার রাজপথে নেমেছিলেন।
রেশন দুর্নীতি মামলায় হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই বিরোধীদের চক্রান্তের ব্যাখ্যা তুলে পথে নেমে প্রতিবাদ জানালো হাবড়া তৃণমূল কংগ্রেস। জেলার শাসক দল তৃণমূল কংগ্রেসের পাঁচবারের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বেশ কয়েকজন কাউন্সিলরের নামও ইতিমধ্যে সামনে এসেছে বলে ইডি সূত্রে খবর। আর তাই তদন্তের স্বার্থে ডাকা হতে পারে এইসব কাউন্সিলর সহ দুই যুব নেতাকে। এদিন হাবড়া স্টেশন রোড এলাকায় প্রতিবাদ সভায় শাসক দল তৃনমূল যুবর দায়িত্বে থাকা কাউন্সিলর বুবাই বোসকেও দেখা গেল। দেখা মিললনা জ্যোতিপ্রিয় মল্লিকের ডান হাত মনোজের।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুবাই বোস জানান, বিরোধী দল তৃণমূলের সঙ্গে কোনো রকম ভাবেই পেরে না উঠে এই ধরনের চক্রান্ত করছে। জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে তৃণমূলকে থামানো যাবে না। জেলার এক এক জন কর্মীই জ্যোতিপ্রিয় মল্লিক। সামনে লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই আসন দখলের জন্য চক্রান্ত করে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে বলেও সুর চড়ান শাসক দলের এই যুব নেতা। জ্যোতিপ্রিয়র ঘনিষ্ট হওয়ায় তাকেও ডাকা হতে পারে এই প্রশ্নের উত্তরে বুবাই জানান, প্রয়োজনে তদন্তের স্বার্থে সব রকম সাহায্য করতেই প্রস্তুত তিনি। কারণ কোনরকম অনৈতিক কাজ তিনি করেননি বলেও জানান এদিন। বিধায়ক জ্যোতিপ্রিয়র গ্রেফতারি প্রসঙ্গে বুবাই বোস আরও জানান, কোনরকম তথ্য প্রমাণ ছাড়াই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। যারা পিছন থেকে চক্রান্ত করছে তাদের রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন শাসক দলের জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই যুবনেতা তথা হাবড়ার কাউন্সিলর বুবাই বোস।
তৃণমূলের মিছিল ঘিরে বিজেপির বিধায়ক স্বপন মজুমদার বলেন, যারা মিছিলে হাঁটছেন, গলাবাজি করছেন তার বেশির ভাগ নেতা নেত্রী ওই চোরের ভাগীদার। গোটা জেলার সন্ত্রাসকারীদের পুষে রেখেছিল জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু রেশন দুর্নীতি নয়, চোরাকারবারিদের সঙ্গে তাঁর যোগসাজগ আছে। যার টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পৌঁছে যেত।