আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৩ ডিসেম্বর:
বড়দিনের আগেই হাজির সান্তা ক্লজ। সোমবার দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের সেন্ট গ্যাব্রিয়াল স্কুলের হোস্টেলে হাজির হল সান্তা। আর তাকে দেখে আনন্দে মেতে উঠলো কচিকাঁচার দল। এদিন সকালে সান্তা এসে বাচ্চাদের সাথে খেলাধুলা করার পাশাপাশি তাদের হাতে গিফট ও কেক তুলে দেন। বেশ কিছুক্ষণ হোস্টেলের পার্কে বাচ্চাদের সাথে খেলাধুলা করে সময় কাটান। সান্তাকে কাছে পেয়ে খুশি এই সমস্ত খুদে পড়ুয়ারাও। অন্যদিকে বড়দিন উপলক্ষ্যে সেজে উঠছে ক্যানিংয়ের সেন্ট গ্যাব্রিয়াল চার্চ।