আমাদের ভারত, কলকাতা, ৪ সেপ্টেম্বর: বীরভূমের মহাবিদ্যালয়ে ১৪৩০টি আসন থাকা সত্ত্বেও এর মধ্যে মাত্র ১৬৬ জন, অর্থাৎ ১১ শতাংশ ভর্তি হয়েছে। অন্যদিকে সিউড়ি বিদ্যাসাগর কলেজের ৪৫০০টি আসনের মধ্যে ভর্তি হয়েছে মাত্র ১০০০ জন। বৃহস্পতিবার এই মন্তব্য করেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
দলীয় দফতরে এক সাংবাদিক সম্মেলনে, তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থার চিত্রটি তুলে ধরার সময় এ কথা বলেন। তিনি বলেন, “যারা ‘এগিয়ে বাংলা’ বলে গর্ব করেন, বলেন নতুন নতুন অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তাদের এই তথ্য দেখা উচিত।
শমীকবাবু বলেন, রাজ্যের এমন অনেক নামকরা বিশ্ববিদ্যালয় আছে যেখানে সিট থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না, অন্য রাজ্যে চলে যাচ্ছে। একদিকে চাকরি চুরি অন্যদিকে শিক্ষার অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে।