Shamik, Citizenship scam, ভুয়ো নাগরিকত্বের জাল নিয়ে কটাক্ষ শমীক ভট্টাচার্যর

আমাদের ভারত, ২৪ অক্টোবর: “সীমান্তবর্তী জেলায় এত বিপুল দেরিতে জন্মনিবন্ধন মানে কী? এটাই সেই কাগজ, যার আড়ালে তৈরি হচ্ছে ভুয়ো নাগরিকত্বের জাল!” শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখলেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তিনি লিখেছেন, “Memo No. CMOH/U/Esstt/ 2205.S (Dated: 14.10.2025) অনুযায়ী — ২০২৪ সালে উত্তর দিনাজপুরে ১২,৩৯৩টি দেরিতে জন্মনিবন্ধন হয়েছে! আর ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সেই সংখ্যা আরও বেড়েছে!

তৃণমূল সরকারের নীরবতা আজ বড় প্রশ্ন তোলে — কারা করছে এই দেরিতে নিবন্ধন? কেন কোনো তদন্ত নয়? কেন সরকার চুপ?

প্রাক্তন সাংসদ ড: কিরীটি সোমাইয়া জানিয়েছেন, RTI-এর মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। এটা প্রমাণ করে — তৃণমূল আমলে বাংলার সীমান্তে চলছে ভুয়ো নাগরিক তৈরির কারখানা!

বিজেপি বারবার বলেছে — CAA প্রয়োগ ছাড়া প্রকৃত ভারতীয়দের অধিকার রক্ষা সম্ভব নয়। আজ সেই কথাই প্রমাণিত হচ্ছে — তৃণমূলের ছত্রছায়ায় অনুপ্রবেশ, কারচুপি আর ভুয়ো নাগরিকের রমরমায় বাংলার নিরাপত্তা চরম বিপন্ন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *