Shamik, Suvendu, BJP, বিতর্ক থেকে দৃষ্টি ঘোরাতে শুভেন্দুর ওপর আক্রমণ, অভিযোগ শমীকের

আমাদের ভারত, ১১ জানুয়ারি: সাম্প্রতিক বিতর্ক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য পরিকল্পিতভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। রবিবার বিজেপি-র রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন।

শমীকবাবু স্মরণ করিয়ে দেন, নন্দীগ্রামের নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে একই বিধানসভা অংশে বিজেপির এগিয়ে থাকা, এই রাজনৈতিক বাস্তবতা তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারেনি। বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁর ও তাঁর পরিবারের ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চালানো হয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, পুরনো খুনের মামলা টেনে আনা, কদর্য ভাষায় আক্রমণ, বাড়ির সামনে মাইক বসিয়ে উসকানি, সভা ও মিছিলে নিষেধাজ্ঞা এবং সাধারণ মিছিলের অনুমতির জন্য ১০৪ বার হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

শমীক ভট্টাচার্য বলেন, অতীতে কোচবিহারে বিরোধী দলনেতা ও বিজেপি নেতাদের গাড়িতে পেট্রোল ছিটিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে এবং সাম্প্রতিককালে চন্দ্রকোনায় বিনা প্ররোচনায় রাতে পুরুলিয়া থেকে ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।

তিনি তীব্র নিন্দা করে বলেন, বিরোধী দলনেতার সঙ্গে থাকা সিআইএসএফ জওয়ানদের ‘বহিরাগত’ বলা জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রতি চরম অবমাননা এবং এটি প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের সাংবিধানিক কাঠামো মানতে অস্বীকার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *