পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: শেষ হলো শালবনী ক্লাবের উদ্যোগে আয়োজিত পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম শালবনী কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। দুই দিন ধরে চলা আট দলীয় নকআউট এই ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিডিএম ঝাড়গ্রাম ক্রিকেট টিম, রানার্স হয় আকাশ ইলেভেন খড়্গপুর। চ্যাম্পিয়ন ও রানার্স দল যথাক্রমে পায় দেড় লক্ষ ও এক লক্ষ টাকা করে পুরস্কার পায়। সাতটি খেলাতেই সেরা খেলোয়াড়কে দেওয়া হয় রেসিং সাইকেল। পুরো টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় জন্টি সরকার পুরস্কার হিসেবে পায় ৫৬ ইঞ্চি কালার এইডি টিভি।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, আইপিএস, সিআইএসএফের কমান্ডেন্ট চঞ্চল সরকার, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিং, অ্যাডিশনাল এসপি আইবি মিহির সাহা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জীত তোরই প্রমুখ। আয়োজকদের মধ্যে মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সন্দীপ সিংহ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ১০ হাজারের বেশি দর্শক খেলা দেখতে মাঠে আসেন, কারণ শালবনী তথা আশেপাশের এলাকার ক্রিকেটপ্রেমী মানুষ এই খেলার জন্য উদগ্রীব হয়ে থাকেন।