আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ মে : শালবনি ব্লকে হেল্পলাইন চালু হওয়ার পর সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া শুরু হয়েছে। শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু করা হেল্পলাইনের মাধ্যমে এই ব্লকের অধিবাসীদের আবেদনের ভিত্তিতে আজ শুক্রবার ৪৫ জনের রেশন কার্ডের সমস্যার সমাধান করা হয়েছে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় স্থানান্তরের জন্য ৯ জন মানুষের এক্সিট ও এন্ট্রি পাশের প্রসেস এবং মানবিক ও জয় বাংলা পেনশন প্রকল্পের জন্য ১৭ জন
ব্যাক্তিকে সহযোগিতা করা হয়েছে। সাধারণ মানুষকে সহযোগিতা করতে এই পরিষেবা একটানা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।