আমাদের ভারত, মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: শনিবার ভোরে রাতে প্রয়াত হলেন মেদিনীপুর শহরের বড় আস্তানার বাসিন্দা, লেখিকা ও সমাজ কর্মী রোশেনারা খানের স্বামী শাজাহান খান। বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শাজাহানবাবু। শনিবার ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাজাহানবাবু। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।
শাজাহান বাবুর জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দোগাছিয়া গ্রামে। পড়াশোনা করেছেন ধলহারা হাইস্কুল, মেদিনীপুর কলেজিয়েট স্কুল ও মেদিনীপুর কলেজে। কর্মজীবন শুরু করেন ধলহারা হাইস্কুলের শিক্ষক হিসেবে। ১৯৭৭ সালে ডব্লুবিসিএস অফিসার হিসেবে বালুরঘাটে কাজে যোগ দেন। পরে বদলি হয়ে পূর্ব মেদিনীপুরের রামনগরে আসেন। তারপর জুনপুটে ব্যাঙ্কে চাকুরিতে শাখা ম্যানেজার হিসেবে যোগ দেন এবং অবসর নেন বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের মেদিনীপুর এরিয়া অফিস থেকে।শাজাহানবাবু ছিলেন রোশেনারা খানের লেখা ও সামাজিক কাজকর্ম ও সামাজিক আন্দোলনের মূল অণুপ্রেরণা এবং উৎসাহদাতা।
শাজাহানবাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে ভিড় জমান পাড়া- প্রতিবেশী, আত্মীয় স্বজন ও শাজাহানবাবু ও রোশেনারা দেবীর গুণমুগ্ধরা। প্রবাসী একমাত্র কন্যা ও জামাতা দেশে ফিরলে রবিবার সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হবে।