আমাদের ভারত, নন্দীগ্রাম, ৭ জানুয়ারী : “০৭.০১.২০০৭” নন্দীগ্রাম ভূমি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটিতে নন্দীগ্রাম ভূমি আন্দোলনে সকল শহীদদের উদ্দেশ্য সোনাচূড়া শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন শহীদ মাতা তথা পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, এছাড়াও ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা বর্তমানে জেলা পরিষদের সহ-সভাধিপতি সেখ সুফিয়ান, খেজুরির বিধায়ক রণজিৎ মন্ডল ও আবু তাহের সহ অন্যান্যরা।
প্রতি বছরের মতো এবছরও নন্দীগ্রাম আন্দোলনের কান্ডারী শুভেন্দু অধিকারী শহীদদের সম্মান জানাতে ভোরে সোনাচূড়া ও ভাঙ্গাবেড়ায় যান। সেখানে শহীদ বেদিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্জ্বলনের পাশাপাশি উপস্থিত মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেন।