Sukanta, BJP, ২৬- এর বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা শাহ- সুকান্তর

আমাদের ভারত, ৫ মার্চ: বাংলায় বিধানসভা নির্বাচনের এখনও বছর খানেক বাকি। ফলে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দলই। এই পরিস্থিতিতে দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর বাসভবনে বেশ কিছুক্ষণ তাদের বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

জানাগেছে, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহর সঙ্গে আলোচনা হয়েছে সুকান্ত মজুমদারের। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা শাহর কাছে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। ২৬- এর নির্বাচন নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে, নির্বাচনী রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়েও আলোচনা করেন। রাজ্য সভাপতির পাশাপাশি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীও। তাহলে কি নতুন রাজ্য সভাপতি নিয়োগ হবে? ইতিমধ্যেই রাজ্য বিজেপির বিভিন্ন স্তরের নির্বাচন হচ্ছে। এরপরেও সুকান্ত মজুমদারই রাজ্য সভাপতি থাকবে, না অন্য কেউ রাজ্য সভাপতি হবেন তা জানা যাবে। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, এই পরিস্থিতিতে দিল্লির শাহর সঙ্গে ২৬- এর নির্বাচন নিয়ে সুকান্তর আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে কি ২৬- এর নির্বাচন পর্যন্ত সুকান্তই রাজ্য সভাপতি থাকবেন? এই বৈঠক কি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে?

চলতি মাসেই বাংলা সফরে আসার কথা অমিত শাহর। গতকাল সেটা নিয়েও শাহর সঙ্গে সুকান্ত মজুমদারের আলোচনা হয়েছে বলে জানাগেছে। এই বৈঠকে আইটি সেলের প্রধান অমিত মালব্যর উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *