Mamata, Shah Rukh Khan, শাহরুখ খান আহত, দুশ্চিন্তা প্রকাশ মমতার

আমাদের ভারত, ১৯ জুলাই: সিনেমার শ্যুটিং করতে গিয়ে অভিনেতা শাহরুখ খান আহত হয়েছেন। শনিবার খবরটি প্রকাশ্যে আসার পর তাঁর অনুগামীরা অনেকে চিন্তিত! দুশ্চিন্তা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এক্সবার্তায় জানিয়েছেন, “শুটিংয়ের সময় আমার ভাই শাহরুখ খান পেশিতে আঘাত পেয়েছেন। এই খবর আমাকে চিন্তিত করে তুলেছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

ঠিক কবে, কিভাবে অভিনেতা আহত হলেন, তা তাঁর তরফে জানানো হয়নি। শুটিং চলছিল লন্ডনে। চিকিৎসকরা শাহরুখকে কমপক্ষে এক মাসের জন্য সম্পূর্ণ বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে ছবিটির শ্যুটিং স্থগিত করা হয়েছে। ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ স্টুডিওর মতো লোকেশনগুলি প্রাথমিকভাবে জুলাই এবং অগাস্টে বুকিং করা হয়েছিল, তবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বুকিং বাতিল করা হয়েছে। পরবর্তীতে বলিউড বাদশাহ সুস্থ হলে সেপ্টেম্বর বা অক্টোবরে ফের শ্যুটিংয়ের কাজ শুরু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *