আমাদের ভারত, ৭ আগস্ট: আকাশসীমা রক্ষায় ভারতের অসামরিক বিমান চলাচলে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বিভাগের সদর দফতরের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “চলমান এভিয়েশন সিকিউরিটি কালচার সপ্তাহের জন্য ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির প্রধান দফতরকে (বিসিএএসএইচকিউ) শুভেচ্ছা জানাই। এই উদযাপন, যা আমাদের বিমান চলাচলের নিরাপত্তা সংস্কৃতিকে সম্মানিত করে, এটি একটি উন্নত এবং নিরাপদ সমাজ গঠনে ভারতের প্রতিশ্রুতির প্রমাণ।
আমাদের বিমানবন্দর এবং আকাশসীমা রক্ষায় তাদের অনুকরণীয় কাজের জন্য আমি ব্যুরোকে প্রশংসা করি। এই সপ্তাহ বিমান চলাচলের নিরাপত্তায় অব্যাহত সতর্কতা এবং শ্রেষ্ঠত্বকে অনুপ্রাণিত করতে পারে।”