স্কুল কলেজের ফি বাড়ানোর প্রতিবাদে শান্তিপুরে বিক্ষোভ এসএফআইয়ের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২২ জুলাই:
স্কুলের ফি কমানো, স্কুল-কলেজ খোলা এবং ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবিতে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন এসএফআইয়ের।বৃহস্পতিবার এই দাবিতে স্কুলের সামনে দীর্ঘক্ষন অবস্থান-বিক্ষোভ করে এসএফআইয়ের সদস্যরা।

তাদের বক্তব্য, করোনা আবহের মধ্যে যখন বিভিন্ন রাজনৈতিক সমাবেশ থেকে শুরু করে সমস্ত কিছুই অবাধে চলছে তখন স্কুল-কলেজ বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কেন নষ্ট করছে রাজ্য সরকার। এছাড়া উচ্চ বিদ্যালয় গুলোতে মাসিক ফি বেড়ে চলেছে, অবিলম্বে তা কমাতে হবে। কার্যত লকডাউনে অনেক পরিবারের সদস্যই কাজ হারিয়েছেন, এমত অবস্থায় কি করে তারা স্কুলের অতিরিক্ত ফি দেবে? পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানান তারা।

ভ্যাক্সিন দুর্নীতি নিয়েও তাঁরা সরব হন। তাদের বক্তব্য, সারা রাজ্যজুড়ে যেভাবে একের পর এক ভ্যাকসিনের দুর্নীতি সামনে আসছে এবং নকল ভ্যাকসিনের কর্মকান্ডের সাথে যারা যুক্ত একে একে তাদের মুখোশ খুলছে। সেখানে লক্ষ্য করা যাচ্ছে অভিযুক্তরা রাজ্যের শাসক দলের সাথে জড়িত। কিন্তু সব জেনেশুনেও রাজ্য সরকার চুপ, আমরা দাবি করছি রাজ্য সরকারকে সঠিক ভূমিকা গ্রহণ করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে করোনাবিধি মেনে সমস্ত স্কুল-কলেজ খুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *