সেমিস্টার ও হোস্টেল ফি মকুবের দাবিতে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ এসএফআই’য়ের

সাথী দাস, পুরুলিয়া, ২৬ জুন: সেমিস্টার ও হোস্টেল ফি মকুব, সমস্ত সিলেবাস শেষ করার পর পরীক্ষা নেওয়া সহ ১০ দফা দাবিতে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল এসএফআই। এদিন দুপুর ১২টা থেকে শুরু হয় বিক্ষোভ। দাবি সম্বলিত ব্যানার পোস্টার হাতে নিয়ে ওই বাম ছাত্র সংগঠনের শিক্ষার্থী সদস্যরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন। কয়েক ঘন্টা পর অবস্থান-বিক্ষোভ উঠে যায়।

আন্দোলনরত এসএফআইয়ের পুরুলিয়া শহর সভাপতি অর্ক হালদার জানান,’করোনা আবহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে শিক্ষার্থীদের সেমিস্টার ফি, হোস্টেল ফি মকুব করুক। কারণ বহু ছাত্র-ছাত্রীই আর্থিকভাবে সমস্যায় রয়েছেন। পারিবারিক উপার্জন কম থাকায় অনেকেই এই টাকা জোগাড় করতে সমস্যার মুখোমুখি হবেন। ফি না দিলে এক বছর পিছিয়ে পড়বেন শিক্ষার্থীরা। এটা ওই সমস্ত শিক্ষার্থীদের আরও সমস্যায় ফেলে দেবে। পাঠ্যসূচি পড়া শেষ না হওয়ায় পরীক্ষা না নেওয়ার দাবি জানাচ্ছি আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *