আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ জুলাই: নৈহাটির আর বি সি কলেজ এর অবৈধ ইউনিয়ন অপরাধ চক্রে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ আন্দোলন করলো এস এফ আই।
রাজ্যের কলেজগুলিতে কোনো ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। তার পরিবর্তে কলেজে তৃণমূলের ছাত্র সংগঠন অবৈধভাবে ইউনিয়ন খুলে বসেছে, আর টাকা তুলছে। এই অভিযোগ বারবার করেছে রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যপূর্ণ কলেজ নৈহাটির ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ। এবার এই কলেজের দুর্নীতি নিয়ে সরব হলো এস এফ আই।
দুর্নীতি মুক্ত কলেজ গড়তে এসএফআই- এর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নৈহাটির বঙ্কিম চন্দ্র কলেজে ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। আর বিক্ষোভকারীদের কলেজের ভেতরে প্রবেশ না করতে দিতে এদিন সকাল থেকেই কলেজ সামনে পুলিশ পিকেট বসানো হয়েছিল। অনুমতি না থাকায় কলেজে ঢুকতে বাধা দেয় পুলিশ। তবে পুলিশের বাধার মুখে এস এফ আই কলেজের বাইরে বিক্ষোভ দেখায়।
এদিন এই কর্মসূচিতে যোগ দেন এসএফআই- এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এদিন বিক্ষোভকারীরা দাবি করেন যে, নৈহাটির আর বি সি কলেজে রাজ্যের সব কয়টি কলেজের মত এই কলেজটিও অপরাধ চক্রের ডেরায় পরিণত হয়েছে। ছাত্র ভর্তি পর্যন্ত নিচ্ছে না। সেই সঙ্গে ইউনিয়নের নাম করে এই কলেজের নেতারা যে টাকা তুলছে তার অডিট রিপোর্ট পর্যন্ত দিচ্ছে না।