আমাদের ভারত, মেদিনীপুর, ২১ জুন: যখন দেশজুড়ে লকডাউন শুরু হয় তখন মেদিনীপুর শহরের বিভিন্ন মেসে থাকা ছাত্র-ছাত্রীরা অনেকেই তড়িঘড়ি বাড়ি চলে যান। অনেকেই সঙ্গে বই খাতা নিয়ে যেতে পারেননি। এখন লকডাউন শিথিল হতে তারা অনেকেই বাড়িতে থেকে পড়াশোনার জন্য বই খাতা নিয়ে যেতে মেদিনীপুরে এসেছেন। যেহেতু কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা নেই, তাছাড়া মেসে এখনও স্বাভাবিক অবস্থা ফেরেনি, তাই তাঁরা বাড়িতে থেকেই পড়তে চাইছেন। কিন্তু মেস থেকে বই খাতা নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধ সাধছেন কিছু মেস মালিক। তারা পুরো ভাড়া না মেটালে বই খাতা নিতে দিচ্ছেন না। কেউ কেউ বিদ্যুৎ বিলও চাইছেন।
ছাত্রদের স্বার্থে এই সমস্যার দ্রুত নিরসনের জন্য মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশের দ্বারস্থ হল ভারতের ছাত্র ফেডারেশন (এস এফ আই)। রবিবার এসএফআইয়ের মেদিনীপুর শহর লোকাল কমিটির পক্ষ থেকে কোতোয়ালি থানতে ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই মেদিনীপুর শহর লোকাল কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ ঘোষ এবং শহর লোকাল কমিটির সদস্য কমরেড সন্তু মন্ডল ও কমরেড অভিষেক চাটার্জি এবং অন্যান্য সদস্যবৃন্দ।