SFI, DYFI, Midnapur, স্যালাইন কান্ডে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, মেদিনীপুরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন এসএফআই ও ডিওয়াইএফআই- এর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: স্যালাইন কান্ডে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবার আন্দোলনে ডিওয়াইএফআই ও এসএফআই। এদিন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঘিরে উত্তাল হয় মেদিনীপুর। জেলা শাসককে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। অবশেষে অবস্থানে বসে পড়েন বিক্ষোভরত নেতৃত্ব।

“একজন মা, একজন শিশু!আর কত লাশ দেখলে প্রশাসনের টনক নড়বে?” এই স্লোগান তুলে এদিন বিক্ষোভ মিছিলে অংশ নেয় বাম ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। পাশাপাশি জাল স্যালাইন কারবারীদের গ্রেপ্তার, সমস্ত মৃত্যুর দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সেইসঙ্গে স্বাস্থ্যের হাল ফেরাতে তাদের এই বিক্ষোভ ও জমায়েত। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন দেন মিনাক্ষী মুখার্জি। এরই পাশাপাশি কলকাতা থেকে এক ঝাঁক বাম ছাত্র নেতৃত্ব যোগ দেন তাদের মিছিলে। এদিন এই বিক্ষোভ মিছিল মেদিনীপুর শহরের পঞ্চুর চক থেকে বের হয়ে রিং রোড অতিক্রম করে জেলা শাসকের দফতরে গিয়ে শেষ হয়। এরপর একটি প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।

এই বিষয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, ”গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার হাল বেহাল।তাই যতদিন এই বেহাল স্বাস্থ্য পরিষেবা থাকবে, ততদিন রাস্তায় থাকবে বামপন্থীরা। এরপর স্যালাইন কান্ড নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, স্যালাইন কান্ড যদি বাইরে প্রকাশ্যে আসে তাহলে সরকারের কান ধরে ফেলবে জনতা। তাই ডাক্তারের কর্মবিরতি মিটিয়ে তাদের ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা এই স্বাস্থ্যের অব্যবস্থাকে বদলে দিতে রাস্তায় নেমেছি। তিনি আক্ষেপ করে এও বলেন, আমাদের বিচার ব্যবস্থা হলো শাস্তি দিয়ে অপরাধকে কমানো এবং বিশ্বাস টিকিয়ে রাখা, কিন্তু সেই অপরাধ কমেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *