জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুন: কলকাতায় ভ্যাকসিন কান্ডের পান্ডা দেবাঞ্জন দেবের নামে কোতয়ালী থানায় অভিযোগ জমা দিল সিপিএমের ছাত্র-যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই।
করোনা মোকাবিলায় ভ্যাকসিনের উপর জোর দিয়েছে স্বাস্থ্য দফতর। তৃতীয় ঢেউয়ের আগে যত বেশি সম্ভব মানুষকে ভ্যাকসিন দেওয়ার তোড়জোড়ের মাঝখানেই মধ্যে ভুয়ো ভ্যাকসিন নিয়ে রাজ্যব্যাপী শোরগোল পড়েছে। খোদ কলকাতার বুকে দিনের পর দিন ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্প চালানোর পর গ্রেপ্তার হন নিজেকে আইএএস বলে ভুয়ো পরিচয় দেওয়া দেবাঞ্জন। এই ঘটনার পর পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভুয়ো ভ্যাকসিন সেন্টারের খোঁজ চালায় প্রশাসন। ভ্যাকসিন কান্ডে খড়্গপুর থেকে একাধিকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার দেবাঞ্জন দেব সহ অন্যান্য জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মেদিনীপুরের কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালো এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লুএ নামে তিনটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে দেবাঞ্জন দেবের নামে কোতয়ালী থানায় অভিযোগ জমা পড়ে।
এসএফআইয়ের জেলা সম্পাদক প্রসেনজিত মুদি জানান, ভুয়ো ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জন দেব সহ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। মঙ্গলবার বাম সংগঠনগুলি মিছিল করে এসে মেদিনীপুর হাসপাতালের গেটে বিক্ষোভ দেখায়। তারা দাবি জানিয়েছে, সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার। এসএফআইয়ের জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি ছাড়াও বিক্ষোভ প্রদর্শনে ছিলেন ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক সুমিত অধিকারী, এআইডিডব্লুএ’র জেলা নেত্রী পাপিয়া চৌধুরী সহ অন্যান্যরা।