আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ সেপ্টেম্বর: কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তির ২০ বছর জেল হেফাজত নির্দেশ দিল কান্দি আদালত।
বড়ঞা থানার কোমড্ডা গ্রামে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত গণেশ দাসকে ২০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন কান্দি অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সন্দীপ কুমার মান্না। বৃহস্পতিবার কান্দি মহকুমার আদালতে সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানিয়েছেন, মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর বিচারক সন্দীপ কুমার মান্না এদিন এই মামলায় একমাত্র অভিযুক্ত আসামী গণেশ দাসকে যৌন নির্যাতন আইনে কুড়ি বছরের জেল, সাথে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আদালতের আইনজীবী এও জানান, ২০১৯ সালে বড়ঞা থানার কোমড্ডা গ্রামের ১৪ বছরের ওই কিশোরীকে যৌন নির্যাতন করা হয়। পরে তার বাবার অভিযোগ মত পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত গণেশ দাসকে গ্রেপ্তার করে। গ্রেফতার করার পর থেকে জেল হেফাজতে ছিল অভিযুক্ত ব্যক্তি। বেশ কয়েক মাস ধরে মামলা চলার পর বৃহস্পতিবার কুড়ি বছরের জেল ও আর্থিক জরিমানা করে আদালত। আদালতে ন্যায় বিচার পেয়ে খুশি নির্যাতিতার পরিবারের সদস্যরা।

