আমাদের ভারত, হুগলী, ১৬ জানুয়ারি: চুঁচুড়া ২ নম্বর গান্ধী কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে এক বালিকার উপর যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী বিক্রমজিৎ পান্ডের বিরুদ্ধে। ১০ বছরের বালিকার মা আয়ার কাজ করেন ও বাবা রিকশা চালক। সকালে বাবা ও মা দুজনেই কাজে বেরিয়ে যায়, ফলে বাড়িতে ১৩ বছরের দিদির সাথে একাই থাকে ১০ বছর বয়সের ওই বালিকা। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি ওই বালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। বুধবার রাতে ব্যান্ডেল থানায় অভিযোগ দায়ের করে বালিকার পরিবার। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত বিক্রমজিৎ পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ।