লকডাউনে কাজ হারানো সোনাগাছির যৌনকর্মীদের দুর্গা পুজোর প্রস্তুতি চরমে

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ আগস্ট : লকডাউনে কাজ হারানো কলকাতার সোনাগাছির যৌনকর্মীরা এবারও করবেন দুর্গা পূজা। কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়েকবছর আগে সোনাগাছিতে শুরু হয়েছিল দুর্গা পুজো। দুর্বারের সহযোগিতায় যৌনকর্মীরা প্রতিবার দুর্গা পুজো করেন। ২০২০ সালেও তার ব্যাতিক্রম হবে না। এবারের পুজোর থিম লকডাউন। প্রতিমা ছোট হলেও মন্ডপসজ্জা নিয়ে কোনও কার্পণ্য করছেন না পুজো উদ্যোক্তোরা।

লকডাউনে মানুষের দূরঅবস্থার কথাই মন্ডপে তুলে ধরা হবে। এছাড়াও করোনার হাত থেকে রক্ষাপেতে কি করতে হবে তাও মন্ডপে তুলে ধরা হবে। এবারের পুজোর জন্য সোনাগাছির যৌনকর্মীরা এলাকার কোনও ব্যাবসায়ীদের থেকে চাঁদা তুলবেন না। যদি ব্যাবসায়ীরা নিজের ইচ্ছেয় চাঁদা দিতে চায় তাহলে তারা গ্রহণ করবেন।
পুজোর চারদিন অবশ্য যোনকর্মীরা নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখেই নানা অনুষ্ঠান করবেন। করবেন ভোগ বিতরণ। এছাড়াও সরকারি অনুমতি থাকলে সেলিব্রটি দিয়েই মন্ডপের উদ্বোধন করতে চান পুজো উদ্যোক্তারা। এছাড়াও পুজোর দিনগুলিতে তারা অনান্য সামাজিক কাজেও যুক্ত থাকবেন বলে জানিয়েছেন সোনাগাছির যৌনকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *