গত কয়েকদিনের বৃষ্টিতে বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন, ক্ষুব্ধ বাসিন্দারা

আমাদের ভারত, হুগল, ২৫ আগস্ট: গত কয়েকদিনের বৃষ্টিতে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা এলাকার বেশ কিছু ওয়ার্ড এখনও জলমগ্ন। স্থানীয় সূত্রে খবর, এই জল জমার সমস্যা এখানে নতুন নয়। বিগত বেশ কয়েক বছরধরে বেশি বৃষ্টিতে জল জমে থাকে এই সব এলাকায়। একটু ‌বেশি বৃষ্টি হলে এই জল দু থেকে তিন দিনও জমে থাকে বলে অভিযোগ। পুরসভার চার, পাঁচ, আঠারো নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা এই সমস্যা নিয়মিত ভোগ করেন।

স্থানীয়দের অভিযোগ মিলনপল্লী, বাঁশবেড়িয়া স্টেশনরোড, সরকারপল্লি, ক্ষুদিরামপল্লি,শেঠপল্লি সহ বিভিন্ন এলাকায় এখনও জল জমে রয়েছে। কোথাও হাঁটু সমান জল তো কোথাও বাড়িতে জল ঢুকে গেছে। এর আগে বহুবার কাউন্সিলর থেকে পৌরসভাতে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় কাউন্সিলরও স্বীকার করে নিয়েছেন এই সমস্যার কথা। তাদের মতে একেই নিচু যায়গা তার ওপর নিকাশি নালা যথাযথ পরিষ্কার না হওয়ার কারণেই প্রতি বছর একই সমস্যায় ভোগেন সাধারণ মানুষ। তবে এত বছরেও কেন এই সমস্যা থেকে রেহাই পেলেন না সাধারণ মানুষ, তার উত্তর দিতে পারছেন না কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *