অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর: গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের হাতিমাড়া গ্রামে সেচ দফতরের তৈরি সোলার পাম্প সেট চালু হওয়ার ১৫ দিনের মাথায় চুরি একাধিক সোলার প্লেট। মোট ১৮ টি সোলার প্লেটের মধ্যে ১০ টি সোলার প্লেট রাতের অন্ধকারে চুরি হয়ে গেছে হবে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছোয় গোপীবল্লভপুর থানার পুলিশ।
জানা গেছে, জঙ্গল লাগোয়া আদিবাসী অধ্যুষিত অনুর্বর এলাকায় সেচের প্রয়োজনে সেচ দফতর থেকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শাশড়া তিন নম্বর অঞ্চলের হাতিমাড়া গ্রামে মাটি সৃষ্টি প্রকল্পের অধীনে সোলার পাম্প সেট বসানো হয়। সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হওয়ার পর প্রায় ১৫ দিন আগে শুরু হয় সোলার পাম্প সেটটির কাজ। অভিযোগ, এর মধ্যে বুধবার সকালে স্থানীয় মানুষজনের নজরে আসে প্রকল্পের ১৮ টি সোলার প্লেটের মধ্যে ১০ টি চুরি হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে চুরির এই ঘটনার পর এলাকাবাসীদের দাবি, প্রকল্প থেকে চাষের সুবিধা পাবেন এই আশায় ইতিমধ্যে এলাকায় নানা ধরনের চাষের কাজ শুরু হয়েছিল। তাই প্রশাসন উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার সঙ্গে প্রকল্প পুনরায় যাতে চালু হয় তার ব্যবস্থা করুক।