বেশ কিছু রাজনৈতিক দলই দায়ী বিএসএনএলের খারাপ অবস্থার জন্য, নাম না করে কংগ্রেসকে খোঁচা অশ্বিনী বৈষ্ণবের

আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: লোকসভায় বিএসএনএলের ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন ওঠে আজ। তার উত্তরে কেন্দ্রের টেলিকম মন্ত্রী বলেন, বেশ কিছু রাজনৈতিক দলের কারণেই বিএসএনএলের এই অবস্থা। তাঁর দাবি কয়েকটি রাজনৈতিক দলের কারণে খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএসএনএল। বিএসএনএল’কে ক্যাশ কাউ হিসেবে ব্যবহার করেছে এমন বেশ কিছু মানুষ, যারা এখনো সংসদের সদস্য। নাম না করলেও তার ইশারা ছিল কংগ্রেসের দিকেই।

বিএসএনএলএ লাভ-ক্ষতির প্রশ্নে একেবারে কড়া ভাষাতে জবাব দিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএসএনএলকে পুনরুজ্জীবিত করার জন্য ১.৬৮ লক্ষ কোটি টাকার একটি বড় প্রকল্প অনুমোদন করেছেন। এই প্রকল্প টেলিকম পিএসইউকে সম্পূর্ণ রূপে বদলে দেবে। কিন্তু বিরোধীরা বিএসএনএল- এর ক্ষয়ক্ষতি নিয়ে সরব হলে তিনি বলেন, বিএসএনএল খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। ইউপি আমলের বেশকিছু রাজনৈতিক দল এর জন্য দায়ী। বিপুল পরিমাণ তহবিল অন্যত্র স্বনিয়ে আনা হয়েছিল‌

একই সঙ্গে তাঁর দাবি, এখন সময় পাল্টেছে। প্রত্যয়ী বৈষ্ণব বলেন, বিএসএনএল খুব শীঘ্রই 4g ও 5g পরিষেবা শুরু করবে। মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনেই দেশেই তার ডিজাইনও করা হয়েছে।

বিরোধীদের কটাক্ষ করে অশ্বিনী বৈষ্ণব বলেন, সেই সময় চলে গিয়েছে যখন কিছু মন্ত্রীরা এবং বেঞ্চের ওপারে বসে থাকা ব্যক্তিরা বিএসএনএল’কে ক্যাশ কাউ হিসেবে ব্যবহার করেছেন। নাম না করলেও তার ইশারা যে কংগ্রেসের দিকে ছিল তা বুঝতে বাকি নেই কারোর।

তিনি আরো বলেছেন, বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তায় মোবাইল ইন্টারনেট পাওয়া যায় ভারতে। এখানে এক জিবি নেট পরিষেবার জন্য মূল্য দিতে হয় কুড়ি টাকা। তিনি বলেন, ইউপিএ জামানায় যা ছিল ২০০ টাকা। তিনি আরো বলেন, বিএসএনএল পরিষেবার মান উন্নয়নের জন্য স্পেক্ট্রাম বন্টনের জন্য মূলধন যোগানোর উপর নজর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *