অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২০ আগস্ট: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় হাতির তাণ্ডবে ভাঙ্গল দশটি বাড়ি। হাতির হামলায় আহত হয় তিন জন। যার ফলে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়ায়।
আহত তিনজনের মধ্যে দু’জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই চুনপাড়া এলাকায় গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। যার ফলে গুপ্তমণি থেকে সাঁকরাইল যাওয়ার রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
হাতির তাণ্ডবে রীতিমতো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার গভীর রাতে যেভাবে হাতির দল তাণ্ডব চালিয়েছে তাতে এলাকার বাসিন্দারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। যার ফলে গ্রামবাসীরা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পথঅবরোধ শুরু করে।