এবার পঞ্চায়েত নির্বাচনে বাদ পড়লেন তৃণমূলের বেশ কিছু হেভিওয়েট নেতা

ছবি:বিদায়ী জেলা সভাধিপতি মৃত্যু ঞ্জয় মূর্মূ
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৬ জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা টিকিট পাননি। অপরদিকে এসেছে বেশ কিছু নতুন মুখ।

জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু’ও এবার টিকিট পাননি। টিকিট মেলেনি জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী, কো মেন্টর আশুতোষ মুখার্জি, খাদ্য কর্মাধ্যক্ষ সুখেন বিদ- এর। বাঁকুড়া ২নং ব্লকের জেলা পরিষদ সদস্য অলোক সিংহ এবার পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যদিও পূর্বতন বোর্ডের সহকারী সভাধিপতি শুভাশীষ বটব্যাল, পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী ব্যনার্জির মত ডাকাবুকো নেতারা এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা পরিষদ আসনেই।

অপরদিকে বেশ কিছু নতুন।মুখকে তুলে ধরা হয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে।এরমধ্যে উল্লেখযোগ্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ মন্ডল। এবার তিনি জয়পুর ৪৪ নম্বর জেলাপরিষদের আসনে তৃণমূলের প্রার্থী।

এছাড়াও জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত ছাতনা জেলা পরিষদ আসনে প্রার্থী। মহিলা নেত্রী বিষ্ণুপুর পৌরসভার একদা প্রশাসক অর্চিতা বিদও এবার জেলা পরিষদের প্রার্থী।

প্রার্থী রদবদলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। চাপা গুঞ্জন রয়েছে তৃণমূলের দলীয় মহলে। যদিও সংবাদ মাধ্যমের কাছে কেউ মুখ খুলতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *