ঘাটাল, তমলুক ও কোলাঘাটের বেশ কিছু এলাকা জলমগ্ন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ আগস্ট:
ঘাটাল ও কোলাঘাটের  বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলেগেছে। ঘাটালের ঝুমি নদী উপচে ঘাটাল পুরসভার এগারটি ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে। এই সব এলাকায় রাস্তাঘাট জলে ডুবে রয়েছে। উদ্বিগ্ন পৌর কর্তৃপক্ষ মানুষের যাতায়াতের জন্য কয়েকটি নৌকা নামিয়েছে।

ঘাটাল ছাড়াও চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর পঞ্চায়েত এলাকায় শিলাবতী নদীর জল উপচে পড়ায় বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়েছে। ধরমপোতায় একমাত্র কাঠের সেতু ডুবে যাওয়ায় দশ-বারোটি গ্রামের মানুষ যাতায়াতের সমস্যায় পড়েছেন। ঘাটালের ঝুমি নদী ছাড়াও কাঁসাই রূপনারায়ণ ও কেঠিয়া নদীতে হু হু করে বাড়ছে জলস্তর। রূপনারায়ণ নদীতে জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে বলে সেচ দপ্তর সূত্রে জানাগেছে। এর ফলে তমলুক শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গভীর নিম্নচাপ ও কৌশিকী অমাবস্যার কোটালের ফলে বৃহস্পতিবার দুপুর থেকে রূপনারায়ণ নদীর জল বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে তমলুক পৌরসভার উদ্যোগে দুর্গতদের রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তমলুক পুরসভা ছাড়াও রূপনারায়ণের জলে প্লাবিত হয়েছে কোলাঘাটের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার বানভাসি এলাকাগুলি পরিদর্শন করেন বিধায়ক ইব্রাহিম আলী। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকার ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *