শিলিগুড়িতে বনধের সমর্থনে রাস্তা অবরোধ করায় গ্রেপ্তার দুই বিজেপি বিধায়ক সহ একাধিক কর্মী সমর্থক

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি: জোর করে বনধ করাতে গিয়ে শিলিগুড়িতে গ্রেপ্তার দুই বিজেপি বিধায়ক সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার পুরভোটের নামে প্রহসন, ছাপ্পাবাজির অভিযোগ তুলে সোমবার বারো ঘন্টার বাংলা বনধের ডাক দেয় বিজেপি।

আজ সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় জোর করে বনধ করাতে রাস্তায় নামে বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি হাসমি চক থেকে মিছিল করে শহর পরিক্রমা করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বনধে সামিল হওয়ার আবেদন করে তারা। এরপর মিছিল শেষে হাসমি চকে পথ অবরোধ করে বিজেপি। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মন। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে তারা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী ও উচ্চপদস্থ আধিকারিকরা। তারা পৌঁছে প্রথমে বিধায়কদের রাস্তা ছেড়ে দেওয়ার আবেদন জানায়। না শুনলে বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মন সহ বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করতে গেলে দুপক্ষের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হয়। শেষে দুই বিধায়ক সহ অন্তত ৩০ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সভাপতি আনন্দময় বর্মন বলেন, “কাল ভোটের নামে প্রহসন হয়েছে। অবাধে ছাপ্পা, বুথ জাম আর ইভিএমে কারচুপি করা হয়েছে৷ এটা কোনও ভোট নয়। এই ভোট মানা যায় না। সেজন্য আমাদের এই বাংলা বনধ।” বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “ছাপ্পাবাজি, ভোট লুঠ করে তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের একাংশ এসবে সহযোগিতা করেছে। তাই আমরা বনধের ডাক দিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *