পার্থ খাঁড়া, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ সেপ্টেম্বর: মেলাতে পকেটমারি করতে গিয়ে ধরা পড়ল সাত জন মহিলা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গেঁড়িবুড়ির মেলায়। ধৃত মহিলারা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা বলে জানাগেছে।ঘটনায় জানা যায়, দাসপুর থানা এলাকার সুপ্রসিদ্ধ মেলা হল গেঁড়িবুড়ির মেলা। আর সেই মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে মোতায়েন ছিল পুলিশ প্রশাসন।

পূর্ব মেদিনীপুরের ময়নায় কুখ্যাত “লেডি গ্যাং” এর সাত জন মহিলা যখন মেলার মধ্যে আসা লোকেদের পকেট সাফাই করতে ব্যস্ত, সেই সময় নজরে পড়ে যায় সাদা পোশাক পরিহিত মেলায় থাকা পুলিশ প্রশাসনের।এরপর ওই গ্যাংয়ের একজনকে ধরলে ক্রমশ এক এক করে ধরা পড়ে সাত জন মহিলা। এরপর পুলিশ প্রশাসন তাদের আটক করে নিয়ে যায় থানাতে। পরে ধৃতদের তোলা হয় ঘাটাল মহকুমা আদালতে। দাসপুর থানার পুলিশ ওই মহিলা পকেটমারদের নিজেদের হেফাজতে নিয়ে আরও বড় চক্রের সন্ধান চালাতে চাইছে বলে সূত্রের খবর।

