Dattapukur, সাত দিনের মধ্যে ফের, দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধ*র্ষ*ণের অভিযোগ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ২৬ অক্টোবর: একের পর এক ধর্ষণের অভিযোগে সরগরম রাজ্য৷ সাত দিন যেতে না যেতে ফের মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়৷ সপ্তাহ খানেক আগে মূক ও বধির কিশোরীকে ইটভাটায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ফের ধর্ষণের ঘটনা দত্তপুকুর এলাকায়৷ নির্যাতিতার পরিবারের অভিযোগ পেয়ে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে৷ শনিবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অতীশ বিশ্বাস বলেন, “জেরায় অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে৷ নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে৷ তদন্ত চলছে৷”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী দত্তপুকুরের কাশিমপুরে মামার বাড়িতে থাকেন৷ তার দিদা পরিচারিকার কাজ করেন অন্যের বাড়িতে৷ তরুণীর দাদু দীর্ঘদিন ধরেই অসুস্থ৷ চলাফেরা করতে পারেন না৷ অসুস্থতার জেরে সারাদিন শুয়ে থাকেন৷ গত মঙ্গলবার তরুণীর দিদা কাজে বেরিয়ে গেলে সেই ফাঁকে প্রতিবেশী যুবক তাদের বাড়িতে ঢোকে, এরপর মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ৷ স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক আগেও কয়েকবার ওই তরুণীকে বিরক্ত করেছিল৷ কিন্তু, এবার তরুণীকে একা পেয়ে সে ধর্ষণ করে৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার থেকে প্রতিবেশী সবাই৷

এই ঘটনার সময় মানসিক ভারসাম্যহীন তরুণীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা৷ কিন্তু তার আগেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক৷ সব শুনে তরুণীর দিদা শুক্রবার দত্তপুকুর থানায় গিয়ে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷ তদন্তে নেমে এদিন রাতেই দত্তপুকুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷

অন‍্যদিকে, এদিন সকালে মূক ও বধির নির্যাতিতা ওই কিশোরীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন রাজ‍্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস৷ সঙ্গে ছিলেন কমিশনের আরও দুই সদস্য৷ পরিবারের মতো রাজ‍্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনও গ্রেফতার হওয়া যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সরব হয়েছেন৷ পাশাপাশি, রাজ‍্যের সুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতালের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *