শান্তিপুরে গঙ্গার ভাঙ্গন অব্যাহত, তলিয়ে গেল সাত বিঘা আমের বাগান

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ আগস্ট:আবারও গঙ্গা ভাঙ্গন অব্যাহত। এবার গঙ্গাবক্ষে তলিয়ে গেল পাঁচ থেকে সাত বিঘা আম বাগান। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায় গতকাল রাতে গঙ্গা ভাঙ্গনে তলিয়ে গেল প্রায় সাত বিঘা আমবাগান। এখনো ধীরে ধীরে অবিরাম ভেঙ্গে চলেছে চাষের জমি। এই প্রথম নয় এর আগেও এই এলাকায় বিঘা বিঘা চাষের জমি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, যেমন গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে তেমন করোনা বাড়ছে। গত ছয় সাত মাস হল তাদের কোনও রোজগার নেই, তারউপর দোসর হয়েছে গঙ্গা ভাঙ্গন। তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এর আগেও ভাঙ্গনে কিছু বসতবাড়ি চলে গেছে গঙ্গাবক্ষে। আবার গতকাল থেকে নতুন করে ভাঙ্গন শুরু হয়। বিঘার পর বিঘা আমবাগান গঙ্গাবক্ষে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। রাতে তাদের ঘুম হচ্ছে না আশঙ্কায়।

বেলঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব পরামানিক জানান, আমরা এর আগে গঙ্গা ভাঙ্গন নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। সেখানে জেলাশাসক থেকে শুরু করে নদিয়া জেলার সভাপতি এসডিও বিডিও সমস্ত আধিকারিকরা এসে গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করে গেছেন। তারা সঙ্গে সঙ্গে কাজও শুরু করেছিলেন। এবার গঙ্গা ভাঙ্গন মাত্রাছাড়া হচ্ছে। এবার বৃষ্টির পরিমাণ বেশি থাকায় গঙ্গার ভাঙ্গন বেশি হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করছি পরিস্থিতির ওপর নজর রাখার এবং দ্রুত এর সমাধান করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *