Bangladeshi, Dhantala, নদিয়ার ধানতলা সীমান্ত থেকে গ্রেফতার সাত বাংলাদেশি

আমাদের ভারত, নদিয়া, ৩০ জুলাই: নদিয়া জেলার ধানতলা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ কার্যকলাপের জন্য সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে ধানতলা থানার পুলিশ নদিয়ার ধানতলা থানার বরণবেড়িয়া নিরালাপাড়া থেকে চার জন শিশুসহ সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এদের নাম আবদুল শেখ (৭০), বেবি বানু (৫৫), আফরোজা শেখ (৫০), রোসানা খাতুন (২৫), সালেয়া শেখ(২৪), রুবেল শেখ (২৪), রুবেল মালঙ্গী (১৯)।

এই বাংলাদেশি নাগরিকরা প্রায় দুই বছর আগে ভারতীয় দালালদের সহায়তায় অবৈধভাবে ভারতীয় ভূ- খণ্ডে প্রবেশ করে আহমেদাবাদে গিয়েছিল এবং এখন তারা অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার ধানতলা থানা এলাকায় পৌঁছেছিলো। ধানতলা থানা একটি নির্দিষ্ট মামলা শুরু করে অভিযুক্তদের গ্রেপ্তার করে। বুধবার তাদের রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয়। এদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। পুলিশ তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *