সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা ২৭ নভেম্বর: আরোহীর অ্যাপে ঠিক করে দেওয়া লোকেশনে এসেই গাড়ি দাঁড় করিয়েছিলেন উবেরচালক রাহুল শর্মা।
গত ২২ নভেম্বর রাত ৮ টা নাগাদ আকাশবানীর সামনে। কিন্তু তাকে সেখানে কিছুতেই দাঁড়াতে দিচ্ছিলেন না কর্তব্যরত এক সার্জেন।
রাহুল অনুরোধ করেন, আরোহী এই লোকেশন দিয়েছেন বলেই তিনি এখানে দাঁড়িয়েছেন। আরোহীকে তুলে তিনি ঘটনাস্থল থেকে চলে যাবেন। কিন্তু অভিযোগ, তার কোন কথাই শুনতে চাইনি ওই সার্জেন্ট। উলটে তাকে বেপরোয়া মারধর করেন। কেবল মারধর নয়, অশ্রাব্য ভাষায় গালাগালিও করেন। উবের চালক রাহুলকে এমআরবাঙুরে চিকিৎসা করাতে হয়। উনি কাজে বেরোতে পারছেন না।
এই ঘটনার প্রতি বাদে KOLKATA OLA UBER APP CAP OPERATOR & DRIVERS UNION (CITU) মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানা ঘেরাও করল। বিকাল সাড়ে ৩টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে পরেশ চন্দ্র বিন্দু দিয়ে হেয়ার স্ট্রিট থানায় যাওয়া হল। সেখানে হেয়ার স্ট্রিট থানার ওসিকে ডেপুটেশন দেন সিটু সদস্যরা।