রাষ্ট্র ও ধর্মকে পৃথক করার ফলেই আমাদের মূল্যবোধ নষ্ট হয়েছে: তথাগত রায়

আমাদের ভারত, ১৭ আগস্ট: ভবিষ্যতে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার জল্পনার যে প্রতিবাদ হচ্ছে তা খারিজ করে দিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথাগত রায়। তাঁর মতে, ‘রাষ্ট্র ও ধর্মকে পৃথক করার ফলেই আমাদের মূল্যবোধ নষ্ট হয়েছে’।

বুধবার তিনি পৃথক তিনটি রিটুইট করেন, “একমাত্র ধর্মের মধ্যে দিয়েই ভারতবাসী সব কিছু দেখে, একথা স্বামীজী বলে গেছেন। এই উপলব্ধি তাঁর হয়েছিল কপর্দকশূন্য অবস্থায় ভারত জুড়ে ঘুরে বেড়ানোর পরে। রাষ্ট্র ও ধর্মকে পৃথক করার ফলেই আমাদের মূল্যবোধ নষ্ট হয়েছে, সমাজজীবনে বিকৃতি ঢুকেছে। রাষ্ট্রের নাম যা আছে তাই থাকতে পারে।

আমার ধারণা অনুসারে অন্য ধর্মের সাথে হস্তক্ষেপ না করে হিন্দু রাষ্ট্র সকল ধর্মের অবাধ অনুশীলনের অনুমতি দেবে। জাকির নায়েকের মতো ক্ষতিকর ধর্মপ্রচারক, জিহাদ এবং কাফিরের মত ধারণা হারাম হবে। ধর্মীয় সহিংসতার জন্য প্রতিরোধমূলক শাস্তি হবে।

বোকা নাতি আমার, এমনকি এটি হওয়ার দুই বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি যে ভারত বিভক্ত হবে (১৯৪৭) বা সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হবে (১৯৯১)। কখনও বোলো না হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *