কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ এপ্রিল: দিল্লির নিজামুদ্দিন তকবীরে যোগ দেওয়া ঘাটালের ২ জনকে চিহ্নিত করে তার পরিবার সহ তাদের ঘাটালের বীরসিংহ আইটিআইতে করেন্টাইন সেন্টারে পাঠিয়েছে ঘাটাল থানার পুলিশ। অন্যদিকে দাসপুরের নিজামপুরে করোনা সংক্রমিত রোগীর সাথে কুরলা এক্সপ্রেসে এসেছিল এস সেভেন কোচে সওয়াই গ্রামের একটি ছেলে তাঁর পরিবারকেও কোয়ারেন্টাইন সেন্টারে এবং নিজামপুরের সংক্রমিত যুবকের সাথে মেছোগ্রাম থেকে একই মারুতিতে এসেছিল মনসুকার এক যুবক তাকেও তাঁর পরিবার সহ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মোট ১৫ জন ঘাটালের বীরসিংহ আইটিআই সেন্টারে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।