সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ জুলাই: আজ সকালে নদীতে এক যুবকের দেহ ভাসতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের অবন্তিকা এলাকায়। অবন্তিকার কাছে সারদা সেতুর নিচে দ্বারকেশ্বর নদের জলে এক যুবকের দেহ ভাসতে দেখা যায়। মৃত যুবকের নাম সঞ্জয় বাগদি (২৬)। তার গ্রামের বাড়ি ওন্দা থানার রামসাগর মালপুরে।এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
তাদের বক্তব্য, সঞ্জয় কাজ করতেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের রাইস মিলে।প্রতিদিনের মতই শুক্রবারও খাওয়া-দাওয়া করে কাজে গিয়েছিল। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পরেও শুক্রবার তার কোনও খোঁজ মেলেনি। শনিবার সকালে বিষ্ণুপুর-দুর্গাপুর রোডে সারদা সেতুর নিচে দ্বারকেশ্বর নদের জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। এই খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ তদন্ত শুরু হয়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে যে, বর্তমানে সে থাকতো বিষ্ণুপুর থানার দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের অবন্তিকা গ্রামে রামকৃষ্ণ মুখার্জির কাছে। প্রায় দশ বছর বয়স থেকে অবন্তিকা গ্রামের রামকৃষ্ণবাবু তাকে নিজের ছেলের মতো দেখতেন। বছর দুই আগে সঞ্জয়ের বাবা এবং গত বছর মা মারা গেছেন। অবন্তিকাবাসীদের মতে কীভাবে মৃত্যু হল সঞ্জয়ের তা জানা দরকার।
অন্যদিকে নিছকই নদীতে পড়ে গিয়ে এই মৃত্যু, নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড? তার তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ।