মাধ্যমিকে চতুর্থ ও ষষ্ঠ স্থান দখল বনগাঁর সমর্থিত সেন ও বিদিশা কুন্ডুর, একজন ডাক্তার ও অন্যজন ইঞ্জিনিয়ার হতে চায়

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মে: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাধ্যমিকে চতুর্থ স্থানে উত্তর ২৪ পরগনার সমর্থিতা সেন ও ষষ্ঠ স্থানে বিদিশা কুন্ডু। সমর্থিতার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া আর বিদিশার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো। সমর্থিতা সেন বনগাঁর কোরারবাগান এলাকার বাসিন্দা। বিদিশা বনগাঁর রেল বাজারের বাসিন্দা। দুই জনেই বনগাঁ কুমুদিনী উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী।

দুই পরিবারের বক্তব্য, বরাবরই পড়াশোনায় ভালো ছিল সমর্থিতা ও বিদিশা। মাধ্যমিকের আগেও দিনভর ব্যস্ত থাকত লেখারপড়ায়। সমর্থিতা ভেবেছিল, মেধা তালিকায় ঠাঁই পাবে। কিন্তু একেবারে চতুর্থ হবে তা ভাবতে পারেনি। পর্ষদ সভাপতি নাম ঘোষণা করতেই বনগাঁর সেন পরিবারের আনন্দের বন্যা। নিজে হাতে মেয়েকে মিষ্টি খাওয়ালেন মা বাবা ও আত্মীয়রা। সমর্থিতা জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় সে।

বিদিশার স্বপ্ন চিকিৎসক হওয়া। সেই লক্ষ্যেই পড়াশোনা চালিয়ে গিয়েছে। তবে মাধ্যমিকে এতটা ভাল ফল হবে তা ভাবতে পারেনি নিজেরাও। বিদিশা জানিয়েছ, তাঁর প্রিয় বিষয় অংক। তবে গল্পের বই তার বিশেষ পছন্দ। পড়ার ফাঁকে সময় পেলেই গল্পের বই পড়ত বিদিশা। বিদিশার বাবা জানিয়েছেন, মেয়ের পড়াশোনা দেখতেন মা। এত ভালো ফল হবে ভাবতে পারেননি। মেয়ের পছন্দের পথেই তাকে এগোতে দেবেন বলে জানিয়েছেন। মেয়ের সাফল্যে গর্বিত মা। ইতিমধ্যেই রাজ্যের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই কৃতীর সঙ্গে ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *