আমাদের ভারত, মালদা, ২৪ জানুয়ারি: ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে চাইছে এই রাজ্য সরকার। শুক্রবার সকালে রায়গঞ্জ যাওয়ার সময় মালদহ শহরের ফোয়ারা মোড়ে জেলার বিজেপি নেতা কর্মীদের সঙ্গে ফুটপাতে বসে চা পান করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এই কথা বলেন।
দেবশ্রী চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিপিএম পার্টির মেধাবী ছাত্রী বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, সিএএ সমস্ত রাজ্য সরকারকে মানতে হবে মমতা ব্যানার্জি সংবিধানকে অমান্য করছেন। এই আইন পাশ হয়ে গিয়েছে। সিএএ–র বিরোধিতা করছে কিছু আঞ্চলিক দল। আসলে তারা চাইছে বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে। তিনি বলেন, সিপিএমকে সঙ্গে নিয়ে এখন তৃণমূল কংগ্রেস চলছে। সিপিএম এক সময় বিরোধী দলের ওপরে যে অত্যাচার করত এখন তৃণমূল কংগ্রেস বিরোধীধ দল তথা বিজেপির ওপর সেই অত্যাচার করছে। আগামী নির্বাচনে রাজ্যের মানুষ এর জবাব দেবেন। সামনেই পৌরসভার নির্বাচন সেই দিকটা মাথায় রেখে ইংরেজবাজার পৌরসভার পথ চলতি নাগরিকদের সঙ্গেও জনসংযোগ করে নিলেন চা পান করার মধ্যেদিয়ে।